C&B, 93-Kazihata, Greater Road, Rajpara, Rajshahi.
Shimul Memorial North South School & College, Rajshahi

রুয়েটে ভর্তি পরীক্ষা, ১২৩৫ সনে পরীক্ষা পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন চলছে। আবেদন চলবে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। রুয়েটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি (প্রাক্‌–নির্বাচনী, এমসিকিউ) এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি।

গুচ্ছ থেকে বের হয়ে এবার এককভাবে পরীক্ষা নিচ্ছে রুয়েট। স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটারকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েক বছর ধরে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নিয়ে আসছিলেন। কিন্তু এবার প্রথমে কুয়েট, পরে চুয়েট এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁরা চেয়েছিলেন গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে। এটা নিতে পারলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তি কমে। কিন্তু তাঁদের বাধ্য হয়েই এককভাবে পরীক্ষা নিতে হচ্ছে।

We Have Three Branches
Main Office
C&B, 93-Kazihata, Greater Road, Rajpara, Rajshahi.
smnss.cnb@gmail.com
1234567890
Uposhohor Office
262, Sec- 2, Uposhohor Housing Estate, Sopura, Boalia, Rajshahi.
smnss.upo@gmail.com
1234567890
Uporvadra Office
116, Jahangir Soroni, Islampur, Uporvadra, Boalia, Rajshahi.
smnss.vadra@gmail.com
1234567890